তারা বলেন, শনিবার পুলিশের কাছে ৪ অক্টোবর বিকেল ৩টায় লালদিঘী মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়।
কিন্তু পুলিশ অবেদনটি নাকচ করে দিয়েছে।
এ বিষয়ে জানতে জাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপিকে লালদিঘীতে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তারা চাইলে দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করতে পারবে।
এর আগে শনিবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে নগরের নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪ অক্টোবর লালদিঘী মাঠে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। পরে শনিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপি অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে।