
গল্পকার ও বইয়ের প্রচ্ছদ
কিছু মানুষ অসম্ভব প্রচার বিমুখ। নীরবে নির্জনে তাঁরা পুরোনো অভিজ্ঞ উলের মতোন গল্প বুনে যান। কিছু গল্প সময়কে অতিক্রম করে যায়। কিছু গল্প ধাওয়া করে সময়। কিছু গল্প চিরদিনের জন্য দাগ কেটে নোঙর করে হৃদয়ে।
লেখক জাহেদ উদ্দীন মোহাম্মদ তাঁর গহীন বুকে কতখানি ভালোবাসা বুনে গেছে, সেটা জানার জন্য উলের প্রত্যেকটা কাটার ঘর্ষণ খুব মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে বুঝতে হবে। একবার শুনতে পেলে বুঝবেন, সাধারণ কোন লেখক উনি নন। এবং আরও অবাক হবেন এইটা জেনে যে, “নানা রঙের মুখ” তাঁর জীবনের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ!
লেখক আর লেখকের সৃষ্টিকর্মকে ছাপার অক্ষরে আনতে পেরে সমৃদ্ধ হয়েছে রেনেসাঁ প্রকাশনী।
ঢাকা বইমেলায় প্রাপ্তিস্থান: বই ঘর, ১৯৩ নং স্টল
এবং ১১১ নং স্টল, লিটলম্যাগ চত্বর।
এছাড়া রেনেসাঁ প্রকাশনীর সমস্ত বই রেনেসাঁ পাঠাগার – online book stall থেকে সারা বছর সংগ্রহ করা যাবে।