নাগরিক নিউজ: পেকুয়া উপজেলার রাজাখালী ফাতেমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইকা সাহাদাৎ। পরিদর্শনকালে তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোর মানোন্নয়নে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, শিক্ষা অফিসার সালামত উল্লাহ, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আমির নওয়াজ খান, প্রধান শিক্ষক জাকের হোসেন, ওয়ার্ড মেম্বার বাদশাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
