চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীর প্রেস ব্যবস্থাপনায় শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী জুন মাস থেকে প্রেসমালিক সমিতির অনুমতি ব্যতিরেখে নবায়ন ও নতুন কোন ট্রেড লাইসেন্স ইস্যু করা হবে না।
আজ সোমবার সকালে চসিক নগরভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ্রাম প্রেস মালিক সমিতির নেতৃবৃন্দ স্বাক্ষাত করেন। সাক্ষাতে তারা চসিক কর্তৃক ট্রেড লাইসেন্স প্রদানে সমিতির সনদপত্র গ্রহণ করার জন্য মেয়রের কাছে যৌক্তিক দাবী উপস্থাপন করেন।
এসময় মেয়র নেতৃবৃন্দের মতামত বিবেচনায় এনে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনায় আগামী মাস হতে চট্টগ্রাম প্রেস মালিক সমিতির অন্তভুক্ত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সমিতির ছাড়পত্র গ্রহণের সিদ্ধান্ত দেয়। এসময় সমিতির সিনিয় সহ-সভাপতি সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক সুবিমল দাশ, লায়ন এম আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, উত্তম কুমার মজুমদার, দপ্তর সম্পাদক রঘুনাথ পাল, প্রচার সম্পাদক এস এম সাইফুল ওয়াদুদ, নুরুন নবী সবুজ, আপ্যায়ন সম্পাদক হাকিম সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন।