
নাগরিক ডেস্ক: উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থীকে মনোনয়ন দিলেও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি শেখ হাসিনার এই নির্দেশনার তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে আরও বলা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেবে না মনোনয়ন বোর্ড।
নাগরিকনিউজ/৩১-০১-২০১৯/এম.এ