চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক লিটন ও তার সহযোগী সাইদুল। তারা দু’জনেই যশোর জেলার বাসিন্দা।
বুধবার (১১ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনীগামী স্টার লাইলের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৩৭৮) মহাসড়কের খুটাখালী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১৫-২১৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রো চালক নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা ওপর একব্যক্তিকে উদ্ধার মালুমঘাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল আবেদীন জানান, নিহতদের মরদেহ মালুমঘাট হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর পাঠানো হয়েছে।