‘দুর্ঘটনা নাকি হত্যা’ হয়তো অনেকেই এই শিরোনাম দেখে অবাক হচ্ছেন! কিসের সাথে কি? কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। সকাল থেকে সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্রী সোমা বড়ুয়ার লরি চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর খবর শুনার পর থেকে এ একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি আমরা।
উত্তর পাচ্ছি একটাই, হত্যা! যেখানে রাত ১২টার আগে রাস্তায় ট্রাক-লরি চালাচল নিষিদ্ধ, সেখানে সকালের মত অতি ব্যস্ততম সময়ে কিভাবে একটা লরি চলাচল করে তাও আবার থানার সামনে? এর উত্তর কি আছে কারো কাছে?
এভাবে আর কত সোমার মৃত্যু হলে প্রশাসনের টনক নড়বে তা আমাদের জানা নেই। কিন্তু এটা নিশ্চিত সোমার ক্ষতবিক্ষত আত্মা আমাদের কখনোই ক্ষমা করবে না!
দুয়েকটা প্রতিবাদী স্ট্যাটাস, মানববন্ধন এবং আবারো অনিয়ম। এভাবেই চলছে, চলবে। কিন্তু আর কত? আজ সোমা কাল আমি অথবা পরশু আপনি। মৃত্যুর এ মিছিল বন্ধ হবে কবে?
সড়কে শৃঙ্খলা ফিরে আসুক, নিরাপদ হোক মানব জীবন
লেখক: আব্বাস বিন ইদ্রিস
প্রচার ও প্রকাশনা সম্পাদক- নগর ও নাগরিক